1. রকেটের গতি যে সংরক্ষণ নীতির ওপর প্রতিষ্ঠিত তা হল –
রৈখিক ভরবেগ
2. ক্রিয়া ও প্রতিক্রিয়া –
সমান ও বিপরীতমুখী
3. রকেটের গতি যে সংরক্ষণ নীতির ওপর প্রতিষ্ঠিত তা হল –
রৈখিক ভরবেগ
4. কোনো বস্তুর সরলরৈখিক চলন গতির ক্ষেত্রে তার মধ্যখ কণাগুলির গতির অভিমুখ –
সর্বদাই অপরিবর্তিত থাকে
5. একটি গাড়ি সমবেগে চলছে তাতে ক্রিয়াশীল লন্ধি বল [F] –এরমান হবে –
F=0
6. একটি বল খাড়া ওপরে ছুড়ে দেওয়া হল বলটি কী ধরনের গতি নিয়ে চলবে?
সরলরৈখিক
7. ঘূর্ণন গতিতে অপরিবর্তিত থাকে –
ঘূর্ণাক্ষ থেকে বস্তুর বিভিন্ন কণার দূরত্ব
8. স্থিতিজাড্যের একটি উদাহরণ হল –
কম্বলে লাঠি দিয়ে আঘাত করে ধুলো ঝাড়া
9. কোনো কণার প্রাথমিক বেগ u এবং ত্বরণ a, t সময় পরে বেগ v হলে, u, v, a ও t-এর মধ্যে সম্পর্ক হল –
v = u + at
10. একটি বিমান পূর্বদিক বরাবর 6000 km গিয়ে উত্তরদিক বরাবর 8000 km গেল এরপর বিমানটি হ্রস্বতম পথে প্রাথমিক অবস্থানে ফিরে এল যদি বিমানের দ্রুতি 200 km/h হয় তবে সমগ্র যাত্রাপথে বিমানের গড় বেগ হল –
0 km/h
11. একটি বল খাড়া ওপরে ছুড়ে দেওয়া হল বলটি কী ধরনের গতি নিয়ে চলবে?
সরলরৈখিক
12. একটি বস্তুকে খাড়া ওপরের দিকে ছুড়লে, বস্তুটি সর্বোচ্চ h উচ্চতায় উঠে আবার মাটিতে ফিরে আসে এক্ষেত্রে বস্তু দ্বারা অতিক্রান্ত দুরত্ব এবং সরণ হল যথাক্রমে –
2h, 0
13. দড়ি টানাটানি খেলায় দড়ির উভয় প্রান্তে T টান প্রয়োগ করলে দড়িতে টান হবে –
T
14. একটি কণা r ব্যাসার্ধবিশিষ্ট একটি বৃত্তাকার পথের অর্ধেক দূরত্বঅতিক্রম করল কণাটির সরণ হল –
2r
15. কোন বস্তুর জাড্য সবচেয়ে কম?
পেনসিল
16. মোটরচালিত একটি বেল্ট 5m/s সমবেগে গতিশীল। যদি ওপর থেকে 1kg/s হারে বালি বেল্টের ওপর ফেলা হয়, তাহলে সমগতি বজায় রাখার জন্য মোটর কত বল প্রয়োগ করবে?
5N
17. কোনো বলের দুটি সমকৌণিক উপাংশ 3N ও 4N হলে বলের মান হল
5N
18. চলন্ত গাড়ি হঠাৎ থেমে গেলে আরোহীরা সামনের দিকে হেলে পরে। এর কারণ হল-
গতিজাড্য।
19. একটি বোট নদীতে প্রথমে পূর্ব দিকে 12m এবং উল্টোদিকে 5m গেল। বোটটির সরণ কত?
7m.
20. কোনটি স্কেলার রাশি নয়?
ভার স্কেলার রাশি নয়।
21. সমবেগে গতিশীল বস্তুর ক্ষেত্রে প্রদত্ত কোন ভৌত রাশির মান শূন্য নয়?
ভরবেগ ভৌত রাশির মান শূন্য নয়।
22. রকেটের গতি যে সংরক্ষণ নীতির ওপর প্রতিষ্ঠিত তা হল-
রৈখিক ভরবেগ সংরক্ষণ নীতির ওপর প্রতিষ্ঠিত হয়।
23. এক ব্যক্তি 7m ব্যাসার্ধের একটি অর্ধবৃত্তাকার মাঠের পরিধি বরাবর ব্যাসের অপর প্রান্তে গেল। ব্যক্তির সরণ হল –
14m
24. একটি বস্তুকণার প্রাথমিক বেগ 10m/s ও মন্দন 2m/s2। কণাটি কতক্ষণ পরে থামবে?
5s
25. 500g ভরের কোনো বস্তুর ওপর কত বল প্রযুক্ত হলে 2m/s2 ত্বরণ উৎপন্ন হবে?
1N
26. একটি লোহার বল গড়িয়ে গিয়ে অপর একটি বলকে ধাক্কা মারল। এটি যে বলের উদাহরণ তা হল –
সংঘর্ষজনিত বল
27. কোনো বস্তুর v-t লেখর নতি নির্দেশ করে বস্তুটির –
ত্বরণ
28. N⋅kg−1 কোন্ রাশির একক?
সবকটি সত্য
29. 5 kg ভরবিশিষ্ট একটি বন্দুক থেকে 200 m/s বেগে 25 g ভরের বুলেট ছোড়া হলে বন্দুকের প্রতিক্ষেপ বেগ হল –
1 m/s
30. একটি বোট নদীতে প্রথমে পূর্বদিকে 12m এবং তারপর উলটোদিকে 5m গেল বোটটির সরণ কত?
7m
31. CGSপদ্ধতিতে ত্বরণের একক হল –
cm⋅s−2
32. 200 g ভরের কোনো বস্তুর ওপর কত বল প্রযুক্ত হলে 1.5m/s2 ত্বরণ উৎপন্ন হবে?
0.3 N
33. একটি বস্তুকণা বৃত্তাকার পথে পরিভ্রমণ করছে পথের ব্যাসার্ধ R হলে, একবার আবর্তনে কণার সরণ হবে –
0
34. 5 kg ভরবিশিষ্ট একটি বন্দুক থেকে 200 m/s বেগে 25 g ভরের বুলেট ছোড়া হলে বন্দুকের প্রতিক্ষেপ বেগ হল –
1 m/s
35. একজন বালক 20 m উচ্চতাবিশিষ্ট একটি মিনারের চূড়া থেকে একটি পাথরকে নীচের দিকে ফেলল যে বেগে পাথরটি ভূমিতে আঘাত করবে তা হল –
20m⋅s−1
36. একটি বস্তুকে খাড়া ওপরের দিকে ছুড়লে, বস্তুটি সর্বোচ্চ h উচ্চতায় উঠে আবার মাটিতে ফিরে আসে এক্ষেত্রে বস্তু দ্বারা অতিক্রান্ত দুরত্ব এবং সরণ হল যথাক্রমে –
2h, 0
37. তৃতীয় গতিসূত্রানুসারে ক্রিয়া ও প্রতিক্রিয়ার মধ্যবর্তী কোণের মাপ –
180 ডিগ্রি
38. একটি গাড়ি যাত্রাপথের অর্ধেক দূরত্ব 40 km/h দ্রুতিতে ও বাকিঅর্ধেক দূরত্ব 60 km/h দ্রুতিতে গেল গাড়ির গড় দ্রুতি হল –
48 km/h
39. একটি বস্তু ওপর থেকে নীচে পড়ছে। এক্ষেত্রে স্থির রাশি হল –
ত্বরণ
40. মিশ্র গতির উদাহরণ হল –
ভূমির ওপর দিয়ে বলের গড়িয়ে যাওয়া
41. নিউটনের প্রথম গতিসূত্রকে অন্যভাবে কোটি বলা যায়?
জাড্যের সূত্র
43. ভুল উত্তরটি নির্বাচন করো –
কোনো বস্তুর গড় বেগ শূন্য হলে তার গড় দ্রুতি শূন্য হবেই
44. কোন বস্তুর জাড্য সবচেয়ে কম?
পেনসিল
45. বলের অধীনে গতিশীল একটি বস্তুর ওপর থেকে কোনো মুহূর্তে বল সরিয়ে নিলে বস্তুটি –
সমবেগে চলতে থাকবে
46. একটি রকেট প্রতি সেকেন্ডে 10kg জ্বালানি দহন করে এবং উৎপন্ন গ্যাস 1000m/s বেগে রকেট থেকে নির্গত হয়। রকেটের ওপর ঊর্ধ্বঘাত হল –
10000N
47. 4kg ভরবিশিষ্ট একটি বন্দুক থেকে 500m/s বেগে 6g ভরের গুলি ছুড়লে বন্দুকটির প্রতিক্ষেপ বেগ হবে –
75cm/s
48. রকেটের গতি যে সংরক্ষণ নীতির ওপর প্রতিষ্ঠিত তা হল-
রৈখিক ভরবেগ
49. কত বল প্রয়োগ করলে 10g ভরের কোনো বস্তুর ত্বরণ 6cm/s2 হবে?
60 dyn
50. 1 dyn বল 1 mg ভরের বস্তুর ওপর কাজ করলে কী পরিমাণ ত্বরণ সৃষ্টি হবে?
10m /s2
51. টেবিলের ওপর তোমার একটি বই স্থির অবস্থায় সাম্য বজায় রেখেছে, কারণ
বইটির ওপর ক্রিয়াশীল সমস্ত প্রকার বলের লব্ধি শূন্য
52. কোনো বস্তুর ওপর স্থির মানের বল প্রয়োগ করতে থাকলে বস্তুটির –
সমত্বরণ থাকবে
53. বলের অধীনে গতিশীল একটি বস্তুর ওপর থেকে কোনো মুহূর্তে বল সরিয়ে নিলে বস্তুটি
সমবেগ থাকবে
54. চলন্ত গাড়ি হঠাৎ থেমে গেলে আরোহীরা সামনের দিকে হেলে পড়ে, এর কারণ হল
গতিজাড্য
বল ও গতি [দ্বিতীয় অধ্যায়] নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান সাজেশন প্রশ্ন ও উত্তর Class 9 Physical Science Suggestion | West Bengal WBBSE Class Nine IX(Class 9th) Physical Science Question and Answer Suggestion
1. সিজিএস এবং এস আই পদ্ধতিতে সরনের একক কি?
উত্তরঃ- CGS – cm SI – m
2. সিজিএস এবং এস আই পদ্ধতিতে বেগের একক কি?
উত্তরঃ- CGS – cm/s SI – m/s
3. চলন্ত ট্রেনের যাত্রীরা কখন পরস্পরকে স্থির দেখে?
উত্তরঃ- যখন দুটি ট্রেন সমান গতিতে থাকে।
4. কোন্ গতিতে গড় বেগের মান ও গড় দ্রুতির মান সমান?
উত্তরঃ- সরলরৈখিক
5. নিউটনের কোন্ সূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায়?
উত্তরঃ- প্রথম গতিসূত্র
6. চলন্ত গাড়ি হঠাৎ থেমে গেলে যাত্রীরা সামনের দিকে হেলে পড়ে। এর কারণ কি?
উত্তরঃ- গতিজাড্য
7. নিউটন ও ডাইনের মধ্যে সম্পর্ক কি?
উত্তরঃ- 1N = 〖10〗^5dyn
8. কোন্ ক্ষেত্রে নিউটনের গতিসূত্রটি প্রযোজ্য নয়?
উত্তরঃ- অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে
9. কোন বস্তুর ওপর একাধিক বল প্রযুক্ত হলে বস্তুতে গতির অভিমুখ কি হবে?
উত্তরঃ- লব্ধি শূন্য না হলে বলের অভিমুখে বস্তুটি গতিশীল হবে।
10. 1 গ্রাম ভার = কত নিউটন?
উত্তরঃ- 0.0098 নিউটন
11. জেটইঞ্জিন এর কার্য নীতির ভিত্তিটি কি?
উত্তরঃ- রৈখিক ভরবেগের নিত্যতা সূত্র
12. নিউটনের তৃতীয় গতিসূত্রের ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যবর্তী কোণের মান কত?
উত্তরঃ- 180°
13. একটি স্পর্শজনিত বলের উদাহরণ দাও।
উত্তরঃ- কোনো তলের উপর বস্তুতে টানা বা ঠেলা
14. একটি স্পর্শহীন বলের উদাহরণ দাও।
উত্তরঃ- চুম্বকের বিকর্ষন
15. বন্দুক থেকে গুলি চালানো হলে বন্দুক ও বুলেটের মধ্যে কার ভরবেগ বেশি?
উত্তরঃ- উভয়ের সমান হবে।
16. শব্দ শোনা ছাড়াও কানের অন্য কাজটি কী? [এক কথায় উত্তর দাও]
উত্তর : শব্দ শোনা ছাড়াও দেহের ভারসাম্য রক্ষা করা হল কানের কাজ।
17. লোহা, জল ও বায়ুর মধ্যে কোনটিতে শব্দের বেগ সবচেয়ে কম? [এক কথায় উত্তর দাও]
উত্তর : লোহা, জল ও বায়ুর মধ্যে বায়ুতে শব্দের বেগ সবচেয়ে কম।
18. কানের গঠনের ভাগগুলি কী কী? [এক কথায় উত্তর দাও]
উত্তর : কানের গঠনের ভাগগুলি হল—বহিঃকর্ণ, মধ্যকর্ণ ও অন্তঃকর্ণ।
19. শব্দতরঙ্গ বায়ুমাধ্যমে তরঙ্গপাদ ও তরঙ্গশীর্ষ সৃষ্টি করে। [সত্য/মিথ্যা নির্বাচন করো]
উত্তর : মিথ্যা
20. SONAR-এর সাহায্যে ______ শব্দের প্রয়োগে সমুদ্রের গভীরতা নির্ণয় করা যায়। [শূন্যস্থান পূরন করো]
উত্তর : শ্রবণোত্তর বা শব্দোত্তর
21. একটি দোলক যখন দুলতে থাকে তখন দোলকের কম্পাঙ্ক 20 Hz –এর কম হয়। এর ফলে কী ধরনের শব্দ উৎপন্ন হয়? [এক কথায় উত্তর দাও]
উত্তর : এর ফলে উৎপন্ন শব্দ হল শব্দেতর শব্দ।
22. সুরযুক্ত শব্দের কোন্ বৈশিষ্ট্যটি শব্দের তীব্রতার ওপর নির্ভরশীল? [এক কথায় উত্তর দাও]
উত্তর : সুরযুক্ত শব্দের প্রাবল্য [loudness] শব্দের তীব্রতা [intensity]-র ওপর নির্ভরশীল।
23. বেল বা ডেসিবেল কোন রাশির একক? [এক কথায় উত্তর দাও]
উত্তর : শব্দের তীব্রতা লেভেলের পার্থক্যের একক হল বেল বা ডেসিবেল।
24. মধ্যকর্ণের ______বাতাসের চাপ বজায় রাখে। [শূন্যস্থান পূরন করো]
উত্তর : ইউস্টেচিয়ান নালী
25. কোনো গতিশীল বস্তুর ম্যাক সংখ্যা 1-এর বেশি হলে বস্তুটির বেগকে ______ বেগ বলে। [শূন্যস্থান পূরন করো]
উত্তর : সুপারসনিক
26. জড় মাধ্যম ছাড়া শব্দ বিস্তার লাভ করতে পারে না কেন? [এক কথায় উত্তর দাও]
উত্তর : শব্দতরঙ্গ হল স্থিতিস্থাপক তরঙ্গ স্থিতিস্থাপক তরঙ্গের বিস্তার লাভের জন্য জড় মাধ্যমের প্রয়োজন। তাই জড় মাধ্যম ছাড়া শব্দ বিস্তার লাভ করতে পারে না।
27. অনুদৈর্ঘ্য তরঙ্গ কি কঠিন, তরল ও গ্যাসীয় মাধ্যমের মধ্যে দিয়ে বিস্তার লাভ করতে পারে? [এক কথায় উত্তর দাও]
উত্তর : হ্যা, অনুদৈর্ঘ্য তরঙ্গ কঠিন, তরল ও গ্যাসীয় মাধ্যমের মধ্যে দিয়ে বিস্তার লাভ করতে পারে।
28. সরলরৈখিক দোলগতিসম্পন্ন কোনো কণা একই পথে পর্যায়ক্রমে ______করে। [শূন্যস্থান পূরন করো]
উত্তর : যাওয়া-আসা
29. শব্দের তীব্রতা লেভেলের পার্থক্যের একক হল______ [শূন্যস্থান পূরন করো]
উত্তর : বেল
30. শব্দতরঙ্গ বায়ুমাধ্যমে তরঙ্গপাদ ও তরঙ্গশীর্ষ সৃষ্টি করে। [সত্য/মিথ্যা নির্বাচন করো]
উত্তর : মিথ্যা
31. মাধ্যমের কণাগুলির গতির সমান্তরালে ______তরঙ্গ অগ্রসর হয়। [শূন্যস্থান পূরন করো]
উত্তর : অনুদৈর্ঘ্য
32. শূন্য লেভেল তীব্রতার মান 10−12W/m2 [সত্য/মিথ্যা নির্বাচন করো]
উত্তর : সত্য
33. কঠিন মাধ্যম______ পরিবর্তনকে প্রতিরোধ করতে পারে, তাই শুধুমাত্র কঠিন মাধ্যমে তির্যক তরঙ্গ সঞ্চালিত হয়। [শূন্যস্থান পূরন করো]
উত্তর : আকার
34. অডিটরি নার্ভ শব্দকে মস্তিষ্কের কোন্ অংশে প্রেরণ করে? [এক কথায় উত্তর দাও]
উত্তর : অডিটরি নার্ভ শব্দকে গুরুমস্তিষ্কে প্রেরণ করে।
35. মানুষের স্বরযন্ত্র থেকে উৎপন্ন শব্দ কীভাবে পরিবর্তন হয়? [এক কথায় উত্তর দাও]
উত্তর : মানুষের স্বরতন্ত্রীদ্বয়ের টানের পরিবর্তন হলে বা নিশ্বাস বায়ুপ্রবাহের হ্রাসবৃদ্ধি হলে উৎপন্ন শব্দ বিভিন্ন রকম হয়।
36. স্থিতি কাকে বলে?
উত্তরঃ – সময়ের সঙ্গে যে সমস্ত বস্তুর অবস্থানের কোনো পরিবর্তন হয় না, সেই বস্তুকে স্থির বস্তু বলে। বস্তুর এই ধর্মকে স্থিতি বা Rest বলে।
37. গতি কাকে বলে?
উত্তরঃ – সময়ের সঙ্গে যে সমস্ত বস্তুর অবস্থানের পরিবর্তন হয় , সেই সমস্ত বস্তুকে গতিশীল বস্তু বলে। বস্তুর এই ধর্মকে গতিশীলতা বা গতি বলে।
38. ঘূর্ণন গতিতে কী অপরিবর্তিত থাকে?
উত্তরঃ – ঘূর্ণন গতিতে বস্তুর নিজের অক্ষের সাপেক্ষে অবস্থান অপরিবর্তিত থাকে।
39. বৃত্তপথে গতিশীল কোনো বস্তুর কোনো এক মুহূর্তে বেগের অভিমুখ কোন্ দিক বরাবর হয়?
উত্তরঃ – বৃত্তাকার পথে গতিশীল কোনো বস্তুর বেগের অভিমুখ হলো ওই বস্তুটি গতিপথের যে বিন্দুতে আছে, সেই বিন্দুতে অঙ্কিত স্পর্শক [tangent] এর দিক বরাবর।
40. সমবৃত্তীয় গতি কাকে বলে?
উত্তরঃ – বৃত্তাকার গতির ক্ষেত্রে দ্রুতি সুষম থাকে তাকে সমবৃত্তীয় গতি বলে।
41. বেগ-সময় লেখচিত্রের নতি কী নির্দেশ করে?
উত্তরঃ – বেগ-সময় লেখচিত্রের নতি ত্বরণ নির্দেশ করে ।
42. বলের প্রকৃতিগত সংজ্ঞা নিউটনের কোন্ গতিসূত্র থেকে পাওয়া যায়?
উত্তরঃ – বলের প্রকৃতিগত সংজ্ঞা নিউটনের প্রথম গতিসূত্র থেকে পাওয়া যায়।
43. বলের পরিমাণবাচক সংজ্ঞা নিউটনের কোন্ গতিসূত্র থেকে পাওয়া যায় ?
উত্তরঃ – বলের পরিমাণবাচক সংজ্ঞা নিউটনের দ্বিতীয় গতি সূত্র থেকে পাওয়া যায়।
44. বলের CGS পদ্ধতি ও SI-তে পরম এককের সম্পর্ক কী?
উত্তরঃ – বলের CGS পদ্ধতিতে পরম একক ডাইন এবং SI-তে নিউটন ।
1 নিউটন = 10^5 ডাইন।
45. বলের বিভাজন কাকে বলে?
উত্তরঃ – একটি বলকে দুটি অংশে বিভাজিত করার পদ্ধতিকেই বলের বিভাজন বলে এবং ওই অংশ দুটিকে মূল বলের উপাংশ বলে।
46. m ও 4m ভরের দুটি বস্তুর ভরবেগ সমান হলে তাদের বেগের অনুপাত ______ । [শূন্যস্থান পূরন করো]
উত্তর:- 4:1
47. ত্বরনের এককে ‘প্রতি সেকেন্ড’ কথাটি দুবার আসে কেন?
উত্তরঃ- একবার বেগ বোঝাবার জন্য ও আর একবার বেগ বৃদ্ধির হার বোঝাবার জন্যে ত্বরনের এককে ‘প্রতি সেকেন্ড’ কথাটি দুবার আসে।
48. নিউটনের প্রথম গতিসূত্রটি লেখ।
উত্তরঃ- বাইরে থেকে প্রযুক্ত বল বস্তুর অবস্থানের পরিবর্তনে বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায় থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে সরলরেখায় চলতে থাকবে।
49. নিউটনের দ্বিতীয় গতি সূত্রটি লেখ।
উত্তরঃ- বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে প্রযুক্ত হয় বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে।
50. নিউটনের তৃতীয় গতি সূত্রটি লেখ।
উত্তরঃ- প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে।
51. বলের সংযোজন সামান্তরিক সূত্রটি লেখ।
উত্তরঃ- যদি কোন বস্তুতে ক্রিয়াশীল দুটি বলকে কোন সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা মানে ও অভিমুখে প্রকাশ করা যায় তবে ওই বিন্দু থেকে অঙ্কিত সামান্তরিকের কর্ণটি বলদ্বয়ের লব্ধিকে মানে ও অভিমুখে প্রকাশ করবে।
52. রৈখিক ভরবেগের সংরক্ষণের সূত্রটি লেখ।
উত্তরঃ- কোন বস্তুসংস্থার উপর বাইরে থেকে কোন বল প্রযুক্ত না হলে বস্তুসংস্থার মোট রৈখিক ভরবেগ অপরিবর্তিত থাকবে।
53. পাখিরা আকাশে ওড়ে কিভাবে?
উত্তরঃ- একটি পাখি যখন ভূমি থেকে আকাশে উড়তে যায় তখন দু’টি ডানা সাহায্যে বায়ুর উপর বল প্রয়োগ করে। প্রতিক্রিয়াস্বরূপ বায়ুও পাখির ওপর সমান ও বিপরীতমুখী বল প্রয়োগ করে। এই দুটি প্রতিক্রিয়া বলের লব্ধি বরাবর পাখি গতিশীল হয়।
54. কোন্ বলের জন্য কোনো বস্তুকে ভূমির ওপর দিয়ে ঠেলে সরাতে অসুবিধা হয়? [এক কথায় উত্তর দাও]
উত্তর:- ভূমি ও বস্তুর মধ্যে ঘর্ষণের জন্য কোনো বস্তুকে ভূমির ওপর দিয়ে ঠেলে সরাতে অসুবিধা হয়।
55. সমত্বরণে গতিশীল কণার প্রাথমিক বেগ শূন্য হলে কণাটির বেগ-সময় লেখটির প্রকৃতি কীরূপ হবে? [এক কথায় উত্তর দাও]
উত্তর:- সমত্বরণে গতিশীল কণার বেগ-সময় লেখটি সময় অক্ষের সঙ্গে আনত মূলবিন্দুগামী সরলরেখা হবে।
56. ক্রিয়া ও প্রতিক্রিয়া কখনোই একই বস্তুর ওপর প্রযুক্ত হতে পারে না। [সত্য/মিথ্যা নির্বাচন করো]
উত্তর:- সত্য
57. একটি কণা r ব্যাসার্ধের বৃত্ত বরাবর এক পাক ঘুরে আবার প্রথম বিন্দুতে ফিরে এল। কণার সরণ ও অতিক্রান্ত দূরত্ব কত? [এক কথায় উত্তর দাও]
উত্তর:- কপার সরণ হল শূন্য এবং অতিক্রান্ত দূরত্ব = 2πr।
58. গতিশীল কণার সরণ কখন শূন্য হয়? [এক কথায় উত্তর দাও]
উত্তর:- কোনো গতিশীল কণা যে বিন্দু থেকে যাত্রা শুরু করেছে, যদি সেই বিন্দুতে ফিরে আসে তাহলে কণার সরণ শূন্য হয়।
59. সুইচ অফ করে দিলেও ______-এর কারণে বৈদ্যুতিক পাখা কিছুক্ষণ ঘুরতে থাকে। [শূন্যস্থান পূরন করো]
উত্তর:- গতিজাড্য
60. কোনো বস্তুর ভরবেগের CGS একক g⋅cm/s । [সত্য/মিথ্যা নির্বাচন করো]
উত্তর:- সত্য
61. নিউটনের ______গতিসূত্র থেকে বলের পরিমাণ জানা যায়। [শূন্যস্থান পূরন করো]
উত্তর:- দ্বিতীয়
62. ঋণাত্মক ত্বরণকে কী বলা হয়? [এক কথায় উত্তর দাও]
উত্তর:- ঋণাত্মক ত্বরণকে মন্দন বলা হয়।
63. বলের মাত্রীয় সংকেত লেখো। [এক কথায় উত্তর দাও]
উত্তর:- বলের মাত্রীয় সংকেত হল MLT−2
64. একটি বস্তুর বেগ সময় লেখটি সময় অক্ষ বরাবর নির্দেশিত হলে, বস্তুটির গতি সম্পর্কে মন্তব্য করো। [এক কথায় উত্তর দাও]
উত্তর:- এক্ষেত্রে বস্তুটি স্থির।
65. ______ রাশির সংযোজনের ক্ষেত্রে সামান্তরিক সূত্রটি প্রয়োগ করা হয়। [শূন্যস্থান পূরন করো]
উত্তর:- ভেক্টর
66. একটি স্পর্শবিহীন বলের উদাহরণ দাও। [এক কথায় উত্তর দাও]
উত্তর:- দুটি চুম্বকের সমমেরুর মধ্যে বিকর্ষণ হল একটি স্পর্শবিহীন বল।
67. এমন একটি উদাহরণ দাও যেখানে কোনো বস্তুর বেগ ও ত্বরণ পরস্পর বিপরীত অভিমুখী। [এক কথায় উত্তর দাও]
উত্তর:- ঊর্ধ্বমুখে নিক্ষিপ্ত একটি পাথরের বেগ ওপরের দিকে হলেও অভিকর্ষজ ত্বরণের অভিমুখ নীচের দিকে।
68. কেনো বস্তুর ভরবেগ = ______ × ______ [শূন্যস্থান পূরন করো]
উত্তর:- ভর, বেগ
69. CGS পদ্ধতি ও SI-তে দ্রুতির একক কী? [এক কথায় উত্তর দাও]
উত্তর:- CGS পদ্ধতি ও SI-তে দ্রুতির একক যথাক্রমে cm/s ও m/s
70. কোনো গতিশীল কণার অতিক্রান্ত দুরত্ব ও সরণের মানের অনুপাত 1-এর চেয়ে কম হতে পারে কি? [এক কথায় উত্তর দাও]
উত্তর:- না, কোনো গতিশীল কণার অতিক্রান্ত দূরত্ব ও সরণের মানের অনুপাত 1 বা 1-এর চেয়ে বেশি হয়।
71. একটি বস্তুর বেগ-সময় লেখ ঋণাত্মক নতিবিশিষ্ট সরলরেখা হলে, বস্তুটির গতির প্রকৃতি কীরূপ? [এক কথায় উত্তর দাও]
উত্তর:- বস্তুটি সমমন্দনে গতিশীল।
72. অমসৃণ অনুভূমিক পথে সমবেগে গতিশীল একটি গাড়ির ইঞ্জিন দ্বারা প্রযুক্ত বল রাস্তা ও চাকার ঘর্ষণ বল অপেক্ষা বেশি। [সত্য/মিথ্যা নির্বাচন করো]
উত্তর:- মিথ্যা
73. ______ রাশির সংযোজনের ক্ষেত্রে সামান্তরিক সূত্রটি প্রয়োগ করা হয়। [শূন্যস্থান পূরন করো]
উত্তর:- ভেক্টর
74. বল = ভর ×x; CGS পদ্ধতিতে x-এর একক লেখো। [এক কথায় উত্তর দাও]
উত্তর:- x রাশিটি হল ত্বরণ ∴ CGS পদ্ধতিতে x-এর একক হল cm/s2
75. কোনো বস্তুর ওপর একাধিক বল প্রযুক্ত হলে, বস্তুটির গতির অভিমুখ কী হবে? [এক কথায় উত্তর দাও]
উত্তর:- বস্তুটির ওপর প্রযুক্ত বলগুলির লব্ধি যদি শূন্য না হয়, তবে ওই লদ্ধিবলের অভিমুখে বস্তুটি গতিশীল হবে।
76. IN = ______ dyn [শূন্যস্থান পূরন করো]
উত্তর:- 105
77. সমবেগে গতিশীল কোনো কণার সরণ সময় লেখচিত্রের প্রকৃতি কী? [এক কথায় উত্তর দাও]
উত্তর:- সমবেগে গতিশীল কোনো কণার সরণ-সময় লেখচিত্র হল সময় অক্ষের সঙ্গে আনত মূলবিন্দুগামী সরলরেখা।
78. চাপের SI একক কি?
উত্তরঃ- পাস্কল
79. সূর্যের চারদিকে পৃথিবীকে বিন্দু কল্পনা করলে পৃথিবীর প্রদক্ষিণ কিরকম গতি?
উত্তরঃ- বৃত্তীয় গতি
80. দ্রুতি কি ধরনের রাশি?
উত্তরঃ- স্কেলার রাশি
81. একটি মিশ্র গতির উদাহরণ দাও।
উত্তরঃ- সূর্যের চারিদিকে পৃথিবীর গতি
82. এমন একটি উদাহরণ দাও যেখানে কোন বস্তুর বেগ ও ত্বরণ পরস্পর বিপরীত অভিমুখী।
উত্তরঃ- ঊর্ধ্বমুখে নিক্ষিপ্ত একটি পাথর

0 Comments